শান্তি করো বরিষন নীরব ধারে,
নাথ, চিত্তমাঝে
সুখে দুখে সব কাজে,
নির্জনে জনসমাজে ॥
উদিত রাখো, নাথ,
তোমার প্রেমচন্দ্র
অনিমেষ মম লোচনে
গভীরতিমিরমাঝে ॥
……………………….
রাগ: তিলক কামোদ
তাল: সুরফাঁকতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1303
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন