শিকলি কেটে গেলি পাখি এলি না খাঁচায়,
বাটি ভরা খাবার দিবো রে পাখি
ফিরে আয় ফিরে আয় রে।।
পরানের সেই দরদ ভুলে
গেলি কোন ফাঁকে দরজা খুলে
আমার শিখানোবোল গেলি ভুলে
পড়ে কার মায়ায়।।
ছিলো না তোর কোনো অভাব
তবু গেলো না তোর বোনাস্বভাব
তোরে পুষে এই হলো লাভ
আমার কেঁদে দিন ফুরায়।।
মন পোড়ানো আগুন জ্বেলে
পাখি পালিয়েছে খাঁচা ফেলে
সেই খালি খাঁচার দিকে চাইলে
আমার পরান উড়ে যায়।।
পাগল বিজয় বলে, কোন ফিকিরে
কেহ ধরে দিতে পারে কি রে
আমার শিকলিকাটা পাখিটি রে
আছে তার কাটা শিকলি পায়।।