শিখাইয়া পিরীতি করিল ডাকাতি।
ভুলিয়া রইয়াছে আমায় সখি কি করি উপায়।।
সে ভুলে রয়েছে, আমার মনে আছে
আমি যে ভুলিতে আর পারি না
পাষানে বাঁধিবে নিষ্ঠুর সাজিবে
সরলে গরল এত ছলনা;
যদি তুমি জানো বন্ধুয়ারে আনো
নইলে প্রাণ রাখা দায়।।
যদি গো এমন ছিল বন্ধুর মন
তবে কেন কইল আসিতে
বাঁচা মরা সমান ভরিয়া দু’নয়ান
যদি পাইলাম না তাঁরে দেখিতে;
বুকে মারো ছুরি যাই প্রাণে মরি
খবর জানাইও মথুরায়।।
বলে আমির উদ্দিন, পাইব একদিন
বুঝিব সেই দিন বিচারকালে
গাড়া পুড়া বুঝি না, তোমারে করি মানা
বান্ধিয়া রাইখ ঐ তমাল ডালে;
আমায় নিও কোলে প্রাণনাথ আসিলে
ফেলে দিও বন্ধুয়ারি পায়।।