শুদ্ধপ্রেম সাধলো যাঁরা কামরতি রাখলো কোথা,
বল গো রসিক রসের মাফিক ঘুঁচাও আমার মনের ব্যথা।।
আগে উদয় কামের রতি রস আগমন তাহে গতি,
সেই রসে করে স্থিতি খেলছে রসিক প্রেমদাতা।।
মন জানে না রসের করণ জানে না সে প্রেমের ধরন,
জলসেচিয়ে হয়রে মরণ কথায় কেবল বাজি জেতা।।
মনের বাধ্য যেজন আপনার আপনি ভোলে সে জন,
বেবে কয় ফকির লালন ডাকলে সে তো কয় না কথা।।