শুদ্ধ প্রেম রসিক বিনে কে জানে
সে প্রেম করতেছে দুই এক জনে।।
যখন কামের প্রেমের অংকুর হয়, অনুরাগের সান
জোরে বাঁদাল বাদতে হয়
তখন কাম রতি রস উজান ধায়, চলে না আর ভাটেনে।।
রস টটিলে অমনি জীব মরে, অটলেতে হবে মানুষ সেই রস ধরে
রসিক সুজন জানে কেবল, অরসিক যেতে পাবেনে।।
সেই রস ধরিয়া জ্বালাও ভক্তির চুলোতে,
হিতাহিত বোধ ঠিক রাখিলে দানা হয় তাতে
গুড়ে-মিছরি হবে রস না থাকবে, খাঁটি হবে তখনে।।
ফকির চাঁদের এই উক্তি, যেন ভয় কারো না
সেই রস জ্বালাতি
হয় নাই যাহা জন্মাবধি পলকে হয় প্রেম গুণে।।