শুদ্ধ ভক্তি হইতে হয় শুদ্ধ ভক্তির উদ্দীপন
যে প্রেমেতে বাঁধা আছে, সহজ মানুষ রতন।।
অন্য বাঞ্ছা অন্য পুজন, জ্ঞান কর্ম উপশাখাগণ,
ভক্তি কণ্ট হইলে ছেদন, হবে শুদ্ধ প্রেমের উদ্দীপন।।
টলাটল ছাড়িয়ে সাধন, রসিকের হয় নিরূপণ,
হেতুশূন্য মানুষের করণ, অধরে অধর মিলন।।
ভেক ফণীতে করে জাজন, ভেকের বাটে ফণীর বসন,
প্রেম শৃঙ্গারে মতি দুজন, প্রেমেতে হয় মগন।।
শুনতে লাগে বিষয় ত্রাস, ভেক ফনীতে করে বিলাস,
লালন সাঁই কয় রসিক নির্যাস, গরল খেয়ে দুদ্দুর মরণ।।