শুধু পাষাণ নয় ওই তাজমহলের পাথর,
এ যে প্রেমিকের পরানের ছন্দ আনন্দের এক মিলনবাসর।।
সৃষ্টির প্রাতের প্রথম সোপানে
যে বিরহ মানুষেল পরানে
সেই বেদনার ব্যকুল টানে
পাষাণও আজ অশ্রুকাতর।।
কে যেন সান্ত্বনা দেন কোন বিরহিনীরে
কঠিন পাষাণ বিগলিত বিরহনীরে;
তাজমহলের মর্মরের ওই পাশে
দুই হিয়ার মর্মেরবাণী ভাসে
ছুটেছে আকাশ বাতাসে
পাষাণফুলের গন্ধ আতর।।
দাম্পত্য জীবনের রাজ্যে বাদশা শাহজাহান
ভাবুক তুমি কবি তুমি প্রেমিক মহান;
ছেড়ে বিষয় মরতের বৈভব
ভুলে যৌবন কৈশর ও শৈশব
জমায়েছে মহানীরব
জীবন সঙ্গীতের আসর।।
এতোদিন শুনে এসেছি কবিতা প্রবন্ধ
পাগল বিজয় বলে, ঘুচিলো আছি চক্ষু কর্ণের দ্বন্দ্ব;
যে দেখেছে সেকি কভু ভোলে
স্বপনপুরের গোপন দুয়ার খোলে
উচ্ছ্বল তরঙ্গে দোলে
বিরহী হৃদয়সাগর।।