শুনরে বন্ধুয়ার বাঁশি মধুর স্বরে বেইজনা বেইজো না।।
অবলা বধিতে বিধাতার সৃজনা।।
যখন শুরুর কাছে বসি তোমি নাম ধরিয়া ডাকো বাঁশি
যেন জাননাহে বাঁশি নারীর বেদনা।।
কাল নাগিনী ননদিনীর জ্বালায় বঁচি না।।
একে তা অবলা নারী কুলভয় লাজে মরি
আর জ্বালাইও না রে বাঁশি আর জ্বালাইও না।।
হিয়ার মাঝে জ্বলছে অনল নিবাইলে নিবে না।।
দিবানিশি হিয়ার মাঝে প্রেমের অনল জ্বলতে আছে
ধৈর্য মানে নারে বাঁশি ধৈৰ্য মানে না
শ্ৰীরাধারমণের আশা নিরাশা কৈর না।।