শুনি ঘাড়ের উপরে মানুষ
মুর্শিদরূপে রয়েছে,
ধরবো বলে এলাম আমি
খুঁজে পাইনে তাঁর দিশে।।
অন্ধকারে আর ধন্ধকারে
আর ছিলো কুত্তকারে,
আমি শুনবো কথা তোমার তরে
তাঁর উপরে কে আছে বসে।।
আব, আতশ, খাক, বাত কিসে গড়ে
বলো গুরু সত্য করে,
হাওয়া পবন এলো কোন কারে
পানির জন্ম হয় কিসে।।
আমার জনম গেলো তোমার আশে
তুমি দাও হে দেখা অন্তিমে এসে,
অধিন লালন ভেবে বলে
পেলাম না তোমার দিশে।।