শুনি নবীর অঙ্গে জগৎ পয়দা হয়
শুনি নবীর অঙ্গে জগৎ পয়দা হয়।
সেই যে আকার কি হল তার
কে করে নির্ণয়।।
আব্দুল্লার ঘরেতে বল
সেই নবীর জন্ম হল,
মূল দেহ তার কোথায় ছিল
কারে বা শুধায়।।
কিরূপে সেই নবীর জান
বাবার বীজে যুক্ত হন,
আবহায়াত নামটি লিখন
হাওয়া নাই সেথায়।।
একজানে দু’কায়া ধরে
কেউ পাপ কেউ পুণ্যি করে,
কি হবে তার রোজ হাসরে
নিকাশের বেলায়।।
নবীর ভেদ পেলে এক ক্রান্তি
ঘুঁচে যেত মনের হাসরে,
দৃষ্টি হত আলেক প্রাপ্তি
লালন ফকির কয়।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….