শুন ওরে মন বলি রে তোরে
হরি হরি বল বদন ভরে।।
মন রে ভূমাপনা বলিছ যারে
দেখিনি আপনা এ সংসারে।।
আসিলে শমন নিবেরে ধরে
শ্ৰী পুত্ৰ বান্ধব রহিবে পড়ে।।
ধনে আর মানে কুলে কি করে
সকলি সমান যমের পুরে।।
যে তনু যতন করা সাদরে
অনলে পুড়িয়ে কি ভাসিবে নীরে।।
হরি হরি বল ও রসনারে
শ্ৰী রাধারমণ পড়িল ফেরে।।