ভবঘুরেকথা

শুন গো মা নন্দরাণী
তোর নীলমনি মানব নয়,
চরণ পানে চেয়ে দেক মা
ধব্জ-বজ্রাঙ্কুশ চিহ্ন রয়।।

তোর গোপালের
বেণুস্বরে,
যমুনার জল উজান চলে
বিষপানে রাখাল বাঁচায়।।

দশভুজা ত্রি-নয়নী
কোলে লয়ে তোর নীলমনি,
দশকরে খাওয়ায় লনী
আমি খাই তোর গোপাল খায়।।

ছেড়ে জটা বাগাম্বর
ঠিক যেন সে হলধর,
কৃষ্ণপদে দিয়ে কর
ভেবে নীলকণ্ঠ কয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!