(তাল-কহরাবা)
শুন বলিরে মন-
প্রণালীতে কুল পাবিনা কর যেয়ে সাধন।
ভাইরে এক পিতার সন্তান হয়ে, দ্বেষা-দ্বেষী কি কারণ।।
১। স্বরূপ প্রণালী, জিজ্ঞাসিলি, আশ্রয় পাত্রের কথা
না জানিলি সাধন পথের, কোন জায়গায় মাথা।
আরও কয় শাখা, কোন পরিবার, এ সবে কি প্রয়োজন।
২। ধরে সৎগুরু কল্প তরু, রিপু কর বারণ
অনায়াসে শান্তিপুরে করিবি গমন।
মিছে তর্ক দিলে, কি ফল ফলে,
লোককে ঠকাও অকারন।।
৩। নানা কথা জিজ্ঞাসিয়ে, কি কাজ হবে বল,
সাধন ভজন না করিলে, যাবি রসাতল।
ভাইরে তর্ক ছাড়, রাজি কর,
আপন দেহের মালিক জন।।
৪। ভাইরে তোর গুরু, আমার গুরু, একই ভগবান,
তবে আবার কেন কর, দ্বিতীয় গেয়ান।
গুরুর ভক্ত মহৎ, হও দন্ডবৎ
দেখে তাদের বেশ ভুষণ।।
৫। ভাব ভক্তি, প্রেম শক্তি, সদা রেখ মন,
হিংসা নিন্দা গুরু পদে, সব করগে অর্পণ।
ভাইরে ভক্ত দেখলে ভক্তি করে,
সেবা কর ভক্তের চরণ।।
৬। হরি গোসাই বলে এবার, গুরু কর সার,
গুরু বিনে ত্রিভুবনে, বন্ধু নাহি আর।
বোকা দীনারে তুই কৃপা সিন্ধুর,
নাম করিসনে অস্মরণ।।
……………………………….
লোক শিক্ষা
রাগিনী-জয় জিয়ালাই