(তাল–ঝাপ)
শুন বলি কুল বালা গণ-সবে রক্ষা কর পতির মন,
পতির রণ ভজসর্ব্বদায়।
পতি না ভজিলে কোন কালে হে,
ও তার মুক্তি নাই আর এ ধরায়।।
১। পতিতে বঞ্চনা কৈরে যে অন্যকে আম্রয় করে,
কুম্ভিপাকে পরিয়া সে রয়।
উঠলে প্রহার করেÑযম কিঙ্করে হে,
দিবানিশী কীটগণ দংশে তায়।।
২। চন্দ্র সূর্য্য স্থিতি কাল রয়, সে নারী থাকেন তথায়,
ঐ রূপেতে সদা কাল কাটায়।
ভীষণ প্রহার করে, নাহি মরে হে, বিকৃত ভীষন শব্দ করয়ে।।
৩। কুল ধর্মের ভয়ে পরি, পতির বসগা যেই নারী,
অন্তিমে বস বৈকুণ্ঠে তার হয়।
পতি ভজ সবে, সুখে রবে হে, পাবে গোলক পতির পদাশ্রয়।।
৪। সতী বসুন্ধরা বলে, পতি নিন্দুক যে সকলে,
তাদের ভার মোর, সহ্য নাহি হয়।
দীনার কাতর বচন, কুলবালগন,
রতি মতি রাখ পতির পায়।।
………………………….
রাগিনী-উরুশেন