(রাগিণী খাম্বাজ-তাল একতালা)
শুন বলি বাউলের মন। (চেতরে বাউলের মন)।
দেখে ধান্দাবাজী, হ’য়ে রাজি, কারসাজি কর বারণ।।
ঘোড়ারে লাগা’য়ে জিন্ চোরায় দৌঁড়ায় রাত্র দিন,
দিনে দিন ফুরাল দিন, এক দুই তিন করে গণন।।
বদরঙ্গে হয়ে বেদিশে, বিস্তি কাবার দিলি দশে,
ফাক্কা রঙ্গে, অবশেষে হবে না তোর খেলা রাখন।।
দুগ্ধের সর গাভতে খায়, একবার খেয়ে আবার চায়,
সাপ দেখিয়ে ময়ূর পলায়, ভেকে চায় করিতে ভক্ষণ।।
লাল ডিঙ্গি নঙ্গর করে, ঘোড়ার পিঠে বস চড়ে,
অনুরাগের বল্গা ধরে, রূপের ঘরে রাখ নয়ন।।
রেকাবীতে ঠিক্ রেখে পাও, মন তুমি ঘোড়া দৌঁড়াও,
যথা ইচ্ছা তথায় যাও, পাছে আছ মনোমোহন।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত