শুরু শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াময়–
সঙ্কীর্তনের শিরোমণি পতিত পাবন সবে কয়।।
ঘোর কলির জীব তরাইতে যদি নদীয়ায় হইল উদয়
আমি সাধনহীনকে না তারাইলে দয়াময় নাম কিসে রয়।।
নিজ কৃপা গুণে যদি দেহ মোরে পদাশ্রয়
আমায় পাপী জাইনে ঘৃণা করলে নামেতে কলঙ্ক রয়।।
নাহি মম শ্রদ্ধা ভক্তি শ্রীরাধারমণে কয়
গুরু সকলের প্রতি সদয় হৃদয় আমাকে হইলে নিদয়।।