শোনা স্বর্গ শুনতে শোনায় আছে অনেক দুরেতে
দেখা স্বর্গ ভোগ করে যাও অন্তরে জ্বালাইয়া বাতি।।
পির দেওয়ানা আগা ফকির কোথায় গেল আজ তারা
সেকান্দর শা জগৎজয়ী কারো নাহি শব্দ সাড়া,
মিশে গেছে মাটির সনে আসবেনা আর ত্রিভুবনে
এই দুনিয়ায় সকল জনে হয়ে যাবে একই গতি।।
পৃথিবীতে কয়েকটা দিন যাহা তোমার সামনে রয়
শান্তি দয়া ভিক্ষা মাগ ভক্তচিত্তে পাছের ভয়,
পরকালের ভাবনা লয়ে সশঙ্কিত সব সময়ে
থাকতে থাক সত্য হয়ে নিষ্ঠা ভাবে রেখে মতি।।
বুক ভরে নেও ভালবাসা আছ জালাল যাহাতে
মনের মধ্যে লাই খেলে সাঁই বসিয়া যে দিনরাতে
সকল সিদ্ধ সাধু লোকে স্বর্গ নরক এই দুইটাকে।।