শোন বয়াতি তত্ত্বকথা তোমায় জিজ্ঞাসি,
সত্য বলিও, দিওনা ফাঁকি।
অজুদ ভাণ্ড কর খণ্ড-দেখি মধ্যে আছে কি?
কয় কোটি তারা আছে, তাই বলো দশের কাছে,
কথা না বললে পড়বা প্যাঁচে,
-তোমার জিজ্ঞাসি।
আরো আছে মক্কা ম’জিদ ঘর
আজান দেয় কোন্ পয়গাম্বর
-বল বয়াতি তাহারই সন্ধান।
আরও আছে সাত সমুদ্দর তের নদী,
মধ্যে মধ্যে দেখি চর।
কোন্ চরে তোমার বাড়ি,
কোন্ চরে সাঁইয়ের কাছারী,
আবার কোন্ চরে তোমার বাড়ি,
বলো কথা তাড়াতাড়ি,
পাগলা কানাই বলে, শুনবো বলে
বাঞ্ছা হইয়াছে আমার।।
::দেহতত্ত্ব