শ্যামরূপে নিয়ন হইরে নিল গো।
ভুলিতে পারি না আমার কি জ্বালা হইল গো।
যাইতে যমুনার জলে দেখা হইল কদমতলে
আড়ে আড়ে শ্যাম নাগরে চায় গো।
নয়ন নিল রূপ বাণে কৰ্ণ নিল বাঁশির বাণে
বিষে অঙ্গ জরজর পুড়িয়া হইলাম ছাঁই গো।
গোসাই রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
মনের মানুষ বিনে আমার কে করিবে ভালো গো।