শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে
কতই রঙ্গে শ্যাম দাড়াইয়াছে খেইড় কদমতলে।
রাঙাপদে সোনার নুপুর রুনুঝানু বাজে
কর্ণের কুণ্ডল করে গো ঝলমল, বাঁশিতে রাধা বলে।।
কাঁচা পিরিত কইরো না শ্যাম কালিয়ার সনে
কলির পিরিত প্রেমের আঠা ছাড়ব না প্ৰাণ গেলে।
ভাইবে রাধারমণ বলে ভাবিও না রাই মনে
শ্যাম কলঙ্কী হইছি আমি সকলে সে জানে।