শ্যামা মা কি আমার কালো রে
লোকে বলে কালী কালো
আমার মন তো বলে না কালো রে
কালো রূপে দিগম্বরী
হৃদিপদ্ম করে মোর আলো রে।।
শ্যামা কখন শ্বেত কখন পীত
কখন নীললহিত রে
মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি
ভাবিতে জনম গেল রে।।
শ্যামা কখন পুরুষ কখন প্রকৃতি
কখন শুনাকার রে
মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত
সহজে পাগল হলো রে।।