শ্যামের পীরিত ভঙ্গ হয়না যেন প্রেমের পথে
আপন হুসারে খুব চেতন থেক,
তবে এভাব রবে দু-জনার সাথে।।
যখন কমলে কণ্টকে আছে, একথা কভু নয় মিছে,
শুনে এলাম সাধুদের কাছে, যখন কামের সঙ্গে প্রেমের গতি
কামগুরু হয় নিজপতি, সতী পতিরে না ছাড়ে
গিয়ে পুড়ে মরে, প্রাপ্তি করে অমনি হাতে হাতে।।
দরিদ্রেরা ধন যেমন, রাখে অীত করে যতন
খায়না রাখে অতি সপ্তর্পণ, এবার অনুরাগী তমনি হয়ে
না খেয়ে সে আছে চেয়ে, কোলে রেখে হুতাশন
সদা সর্বক্ষণ থাকে স্ব-চেতন, সে গোঁসাই মতে।।
পীরিতের ভাব বাঁকা, বিষামৃত আছে মাখা
চেতন না হলে হবেনা দেখা, কেমন করে ধরব তাঁরে
উপায় গোঁসাই বল মোরে, গবে আত্মসুখী হয়ে
এমন অমৃত না খেয়ে, গরল খেয়ে অমনি পেল ভুতে।।