আমার বন্ধুর বাঁকা নয়নে।
আমার শ্যামের বাঁকা নয়নে
কী মোহিনী আছে সখি, কে জানে?
(সখিগো) লোকে বলে বন্ধু কালো
আমার চোখে লাগে ভালো
পাগল করলো ঐ রূপের নবান্নে;
আমার আঁখি নিয়া দেখনা চাইয়া
কী রুপ দেখায় তোর নয়নে।।
(সখিগো) ঐ রূপ যখন মনে পড়ে
খাঁচার পাখি রয়না ঘরে গো
ঘুরে বেড়াই বন্ধুয়ার সন্ধানে;
সখী ঐ রূপে মন হরে নিল
কান্দাইলো জীবনে।।
(সখিগো) ঐ রূপ আমার অমূল্য ধন
হীরা কাঞ্চন পরশ রতন গো
চোখের মনি ভাবিয়াছি মনে;
ভেবে রজ্জব বলে মরণকালে
ঐ রূপ যেন পাই সামনে।।