ভবঘুরেকথা
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর শোনাইল কানে
বাজিলো বাঁশি গহিন কাননে।।
যমুনা পুলিন ঘাটে বদনাভারে বংশী বটে
বাজিলো বাঁশি জলের ঘাটে বিষম সংকটে;
আমার মন হইয়াছে উন্মাদিনী আর কি প্ৰাণে ধৈৰ্য মানে
নূতন বাঁশের বাঁশি নুতন বয়সের কালশশী
নুতন সুরে বাজায় বাঁশী গহিন কাননে;
আমার মন চলে না গৃহে যাইতে লয়ে চলো শ্যাম যেখানে।
শোন গো ললিতা সই তোমার মরম কই
মনে লয় হাইতাম দাসী ঐ রাঙ্গা চরণে;
গোসাই শ্ৰী রাধারমণের আশা পুর্ণ হবে কত দিনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!