কি সুখে এ জীবন রাখি
শ্যাম দিয়ে গেছে ফাঁকি,
আসি বলে চলে গেল
সে কালের আর কয় দিন বাকি।।
ভালবেসে এই লাভ হলো
কাঁদিতে জনম গেল,
কর্মে ছিল এহি, নাই উজ্জ্বল ভগ্ন দেহ
এ দেহের আর গৌরব আছে কি?
কমল পুষ্প জন্ম লয়
বৃষভানু পিতা যে হয়, মধুপুরবাসী,
আয়েন পতি নাই হে ক্ষতি
কেমন করে জীবন রাখি।।
গণ্ডিদ্বারে তিনটি দ্বার
আয়েন রূপে নাম ছিল যার তার ঘরে বসতি,
পাগল জাহ্নবী কয় ভগ্ন দেহ
এ দেহের আর গৌরব আছে কি।।