শ্যাম দে আনিয়া বৃন্দে গো শ্যাম আনিয়া বৃন্দে
মনপ্ৰাণ আঁখি ঝুরে তাঁহার লাগিয়া
মাইয়া জাতি অল্পমতি ভুলায় শ্যামের বাঁশি দিয়া
সারা রাতি শয্যা পাতি কান্দি বন্ধের লাগিয়া
চিন্তার বাজার বসাইয়াছি কলিজা চিরিয়া
গোসাই রাধারমণ বলে মনেতে ভাবিয়া
আজি আইসব কাইল আইসব করি
গেল ফাঁকি দিয়া।