শ্যাম না কি বাজায় মোহন বাঁশি গো সখী
ঐ শোনা যায় কদমতলায় সখী।।
শ্যামের বাঁশি কুল বিশি বাজে থাকি থাকি
জয় রাধা জয় রাধা বলে করছে ডাকাডাকি
শুনি ধ্বনি উন্মাদিনী কেমনে করে থাকি।
মন গিয়াছে বন্ধের কাছে কেমন করে রাখি।
ভাইবে রাধারমণ বলে সখী সব আও গোচলে,
কদমতলে বন্ধের সনে অইবো দেখাদেখি।