শ্রীধাম ওড়াকান্দি যাবি যদি গৌণ করো না।
গৌণ করো না আমার মন অলস হয়োনা।।
প্রেম বারুণী প্রেমের মেলায় যেতে হেলা করোনা।
গেলে ধর্ম্ম অর্থ মোক্ষ ফলে,ফলের কে করে গণণা।।
যে গিয়েছে সে পেয়েছে চেয়ে দেখ না।
পেল গোলোকের ধন গোলোক হীরামন ফিরে ঘরে গেলনা।।
কোলের ছেলে ভূমে ফেলে যত কুলের অঙ্গনা।
তারা কুল ত্যজিয়ে যায় গো ধেয়ে কুলে রইতে পারলে না।।
জাতি বিদ্যা মহত্বঞ্চ প্রেমের কন্টক পাঁচখানা।
প্রেমের বন্যা এসে গেল ভেসে, ও তার কিছু রল না।
মহানন্দ ডেকে বলে তারক রসনা।
সবে হরি বলে যায় গো চলে কেবল অশ্বিনী চললো না।।