ভবঘুরেকথা
গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য নিমাই বৈষ্ণব

ষড়ক্ষরী মন্ত্র-
১. ক্লীঁ কৃষ্ণায় স্বাহা।
২. ক্লীঁ কৃষ্ণায় নম:।
৩. ক্লীঁ শ্রীকৃষ্ণ স্বাহা।

অষ্টাক্ষরী মন্ত্র-
ওঁ নম: নারায়ণায়।

দশীক্ষরী মন্ত্র-
১. ক্লীঁ কৃষ্ণায় গোবিন্দায় স্বাহা।
২. গোপীজনবল্লভায় স্বাহা।

দ্বাদশাক্ষরী মন্ত্র-
ওঁ নম: ভগবতে বাসুদেবায়।

শ্রীকৃষ্ণ গায়ত্রী
ক্লীঁ কামদেবায় বিদ্মহে পুষ্পবাণায় ধীমর্হি তন্নোহঙ্গ: প্রচোদয়া।।

শ্রীকৃষ্ণ প্রণাম
নমো ব্রহ্মণ্যদেবায় গো-ব্রাহ্মণ হিতায় চ।
জগন্ধিতার শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম:।।
হে কৃষ্ণ! করুণাসিন্ধো দীনবন্ধো জগৎপতে।
গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোহস্তুতে।।
কাষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে।
প্রণত ক্লেশনাশাম গোবিন্দায় নমো নম:।।
শ্রীগোবিন্দং ঘনশ্যামং পীতাম্বরধরং পরং।।
শ্রীনন্দ নন্দনং নৌমি শ্রীগোপীজন বল্লভং।।
কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিনে।
নমস্তে বলবীশায় রাধিকা-পতনরে নম:।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!