যমুনা মাতা তোমায় করে সবে মান্য।
স্নান করে কত মানব হয়েছে ধন্য।।
তব তীরে হয় মাতা বৃন্দাবন ধাম।
কৃষ্ণ বিরাজ করি পুরায় মনষ্কাম।।
কৃপা করি দাও সবে জ্ঞান কর দান।
তব জলে স্নান করি পায় সবে ত্রাণ।।
রূপ মাঝে রূপেশ্বরী, ধন, অর্থ, দাতা।
কৃপা করি হও সবে তুমি জগন্মাতা।।
তোমার প্রিয় সখি সন্তোষী মাতা হন।
ব্রত শেষে পাই যেন তাহার চরণে।।