বন্দনা
সিদ্ধিদাতা গণেশের বন্দিয়া চরণ।
বন্দিলাম সর্ব দেব-দেবীর চরণ।।
শ্রীগুরু চরণ বন্দি আর পিতা-মাতা।
লিখিলাম এই মনসা ব্রতকথা।।
ওঁ দেবীমম্বামহীনাং শমধরবদনাং চারুকান্তিং বদান্যম্।
হংসারূঢ় মুদারাং সুপণিত বসনাং সেবিতাং সিদ্ধিকামৈ:।
স্মেরাস্ম্যং মণ্ডিতাঙ্গীয় কনকমণিগণৈনগি রত্নৈরনেকৈ।
বন্দেহহং সাষ্টনাগামুরকুচযুগলাং ভোগিনীং কামরূপাম্।।
মনসার প্রণাম
আস্তিকস্য মুনের্মাতা ভগিনী বাসুকিস্তথা।
জগৎকারু মুনে: পত্নী মনসাদেবী নমোহস্তুতে।।
মঙ্গলাচরণ
বন্দ কলিযুগ সর্বযুগসার, বন্দ শ্রীগৌরাঙ্গ অবতার
হরিনাম সংকীর্তনে যে ভরে ত্রিভুবনেরে।
রাধাকৃষ্ণ পাদপদ্ম, ভূমিতে পড়িয়া বন্দ।
যাতে হবে অভীষ্ঠ পূরণ।।
সীতা, সীতাপতি রাম, জপ মন অবিরাম
চিত্ত তাতে হবে পরামানন্দ।
শঙ্কর-শঙ্করী পায়, ভূমিতে লোটায়ে কায়।
বন্দি হবে মন সুশীতল।।
হর-গৌরী প্রিয়াত্মজ, গণপতি পদ ভজ
সর্ব্ববিঘ্ন হইবে বিনাশ।
সর্ব্ববিদ্যা অধিষ্ঠাত্রী, বন্দ মাতা সরস্বতী
যার ফলে কবিত্ব সুন্দর।।
দেব-দ্বিজ সাধু চরণ, সকল আপদ হরণ
ভক্তি করি করিনু বন্দন।
রচিয়া পাঁচালী খান, আনন্দেতে করে গান
দীন-হীন সেবক ব্রাহ্মণ।।