(তাল-ঠুংরী)
শ্রীহরির কৃপা সাগরে আমার,
গেল না মন মাঝির তরী।
মাঝি চালায় তরী কৃপা সাগর,
সন্দীপ নদী নেয় ছয় দাঁড়ি।।
১। সন্দীপ নদীরএই বুঝি হয় রীতি,
তিন ধারাতে বসা তাতে, তিন মহামতি।
তাতে চুম্বক লোহা আছে স্থিতি,
(নিল) নায়ের লোহা আকর্ষণ করি।।
২। অবশেষে জোড়া খসে তায়,
নৌকা ধ্বংস অধ্বংস তাই কিছু নাহি রয়।
সন্দীপ নদীর স্রোতে, তুফানেতে, ছিঁড়ে গেল কাছি দড়ি।।
৩। (মাঝি) যদি যেত কৃপাসাগরে,
আশার নঙ্গর করে রতেম পূর্ণ মাল ভরে।
রইতেম প্রেমানন্দে বহর সঙ্গে, মরমে থাকিতেম মরি।।
৪। দীনা বলে সন্দীপ নদীতে,
হলেম সারা প্রাণে মরা, ছয় দাঁড়িয়ে মতে।
বল হরিগোসাই, উপায় কি তাই, মন মাঝি হয় পাজি ভারি।।
……………………………
লোকশিক্ষা
রাগিনী-অরুণভেরি