শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন।
ব্রজের ব্রজানন্দ নারায়ণ
ভজিবো তোমার রাঙ্গা চরণ (প্রভু)।।
সত্যের হরি তুমি ধনুক ধারি
তুমি বৃন্দাবন তুমি শ্যামের বাঁশরী,
হরি বল আর হরি বল ঝরে শুধু চোখের জল
অবিরল বহিয়া যায় আমার দুই নয়ন।।
পাঁচ ওয়াক্ত নামাজ আর ত্রিশটা রোজা
মুসলমান জেনেছে এই তোমার পূঁজা,
সপ্তাহ সাতদিন পরে গেলে একদিন গির্জা ঘরে
খ্রীস্টান করিলে সারে যীশুকে স্মরণ।।
বুদ্ধের বৌদ্ধ মর্ম অহিংসা পরম ধর্ম
যোগী ঋষি যোগধিয়ানে জাগলে গমন,
আল্লাকি আলী তুমি কালা কি কালী
যত দলাদলি ভবে তোমারই কারণ।।
তাই তোমার স্মরণে ঢোল খোল কীত্তর্ণে
গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন,
পাপী তাপী যদিও তবুও ক্ষমিও
মাতাল রাজ্জাকরে কোলো নিও ছেলেরই মতন।।