শ্রী রূপ আশ্রিত যারা জেন্দা মরা, সহজে সহজ ধরে
ছেড়ে জীবের ব্যবহার, বেদের আচার, লঙেঘ্য সেরূপ নিষ্ঠা করে।।
সাড়ে চব্বিশ চন্দ্র সাধন, বানে পঞ্চগুণ করে
শব্দ-গন্ধ-স্পর্শ-রূপ-রস করিয়ে বশ, ত্রিভুবন আকর্ষণ করে।।
তারণ্য কারণ্য ধারে, তদ উপরে, লাবণ্যেতে স্নান করে
শুদ্ধ করিয়ে ভাণ্ড, যার অখণ্ড দামের উপরে।।
ধামে নাই দিবারাতি, রূপের জ্যোতি, ঘন সৌদামিনী স্ফূরে
বসে রূপ রূপাসনে, সেই চরণে দাসী হয়ে সেবা করে।।
হয়ে সেই কর্মক্ষুন্ন, তাপত্রয় জারন করে, দুদ্দু করে বিনয়
স্বকরুণায়, দরবেশ লালন যদি দয়া করে।।