ভবঘুরেকথা
রাধারমণ দত্ত

শ্ৰী রাধার প্ৰেমবাজারে নিষবিকারে উজ্জ্বল রসের বেচাকিনি।।
হইয়ে সিন্ধুমথন অমূল্যরতন কতই চান্দের হয় আমদানি।
এ যে সজলরসে ঢাকা দেখো মদনগঞ্জে হয়। রপ্তানি।।

যে হাটের মূল মহাজন মদনমোহন তৈল সারা করে কামিনী
রসের আশি ওজন কীটের মতন কাম রেখে হইয়ে নিষ্কাষিনী।।

ধীর শান্ত ধীর ললিত পায়ের খেয়ানী
অকুল গঙ্গাসাগর উঠেছে লহর শ্ৰীরাধারমণের বাণী।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!