সংসার সাগর রূপে ভাই মানব মীন সেজেছে,
কালরূপী এক ধীবর এসে, জঞ্জাল জাল পেতে রয়েছে।।
জঞ্জাল জালে হয়ে বন্দী, আমি এড়াতে না পাই সন্ধি, বসে সদাই কাঁদি,
কাল হল তোর দারুণ বিধি, জালের ফাঁস এটে দিতেছে।।
সাধু মোহান্ত মকর যারা, জালের ফাঁস কেটে যেতেছে তারা, হৃদয় শক্তি পোরা।
অনুরাগে তনু ভরা, শিরে ভক্তিকরাত আছে।।
সাধু মকরের সঙ্গ নিলে ও সে বন্দী রয়না জঞ্জাল জালে, সঙ্গে যায় গো চলে।
মুখে হরি হরি বলে, প্রোমানন্দে সুখে আছে।।
এমন ভাগ্য হবে, আমার মন মীন সাধুর সঙ্গ লবে, ভবের জঞ্জাল যাবে।
গুরু গোঁসাইর দয়া হবে, কর্মবন্ধন যাবে ঘুচে।।
গোলোকচন্দ্র মকর হয়ে, যাচ্ছে প্রেমসাগরে জোয়ার দিয়ে, মত্ত মাতাল হয়ে।
অশ্বিনী তুই আকুল হয়ে এবার ঝাঁপ’দে গোঁসাইর পাছে।।