কালোরূপে নয় দিয়ে
সই এত যন্ত্রণা,
ভিতরে লেগেছে আগুন
বাহিরে জল ঢেল না।।
বোবায় যখন স্বপ্ন দেখে
চেতন হয়ে বসে ভাবে গো,
বোবা মনের দু:খ মনে রাখে
প্রকাশ করতে পারে না।।
বন পোড়ে তা সবাই দেখে
মনের আগুন কেউ না দেখে গো,
জল দিলে আগুন নিভে
মনের আগুন নিভে না।।
সর্পে যমন দংশন করে
ওঝা হয়ে আপনী ঝাড়ে গো,
ব্যাধি হলে বৈদ্য মিলে
আমার বৈদ্য মিলে না।।