সকলি কপালে করে।
কপালের নাম গোপাল চন্দ্র
কপালের নাম গুয়ে গোবরে।।
যদি থাকে এই কপালে
রত্ন এনে দেয় গোপালে,
কপালে বিমতি হলে
দূর্বা বনে বাঘে মারে।।
কেউ রাজা কেউ ভিখারি
কপালের ফ্যার হয় সবারি,
মনের ফ্যারে বুঝতে নারি
খেটে মরি অনাকারে।।
যার যেমন মনের বাসনা
তেমনি ফল পেয়েছে সে না,
লালন বলে কাঁদলে হয় না
বিধির কলম আর কি ফেরে।।