(রাগিণী কালেংড়া-তাল কাওয়ালী)
সকলি তোমার কার্য্য সদা যেন ভাবে মন।
তোমা বিনে নাহি রাজ্য বিভূতি ভবন বন।।
তুমি হয়ে কর যাহা, আমি হয়ে করি তাহা,
সকলই প্রতিবিম্ব, তুমি মাত্র একজন।।
কুকর্ম্ম সুকর্ম্ম যত, হতেছে আবশ্যক মত,
লীলা খেলা প্রকটিত, সকলি তব সাধন।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত