সকালে যাই ধেণু লয়ে
সকালে যাই ধেণু লয়ে।
এই বনে ভয় আছে ভাই
মা আমায় দিয়েছে কয়ে।।
আজকের খেলা এই অবধি
ফিরা’ নে ভাই ধেণু আদি,
প্রাণে বেঁচে থাকি যদি
কাল আবার খেলব আসিয়ে।।
নিত্য নিত্য বন ছাড়ি
সকালে গিয়েছি বাড়ি,
আজ মোদের দেখে দেরি
মা আছে পথ পানে চেয়ে।।
বলেছিল মা যশোদে
কানাই দিলাম বলাইয়ের হাতে,
ভালমন্দ হলে তাতে
লালন কয় কি বলব যেয়ে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….