ভবঘুরেকথা
বিজয় সরকার

আমি বড়ো ভুল করেছি সখারে সেই প্রথম জীবনে,
যখন নন্দ-দুলালিয়া আমি ছিলাম বৃন্দাবনে।।

খেলিতাম জলকেলি ভাইরে কেলিকদম ঘাটে
রাখালিয়া বেশে কতো ঘুরতাম গোঠে মাঠে
রে ভাই সেই খেলায় বেলা কাটে;
কতো অবেলায় আসিতো ঘাটে ব্রজবালাগণে।।

বাঁশির সুর শুনে কানে উঠিতো শিহরি
কলসি কাঁখে গোপন ফাঁকে আসিতো কিশোরী
রে ভাই কুলমান পাশরি;
তারে এখানে আছি বিস্মরি দাগা দিয়ে প্রাণে।।

আশার বাণী দিলেম কতো ভালোবাসার ফলে
কাঁদায়েছি তদো তারে বিজন বিরলে
রে ভাই নীরব কানন তলে;
যে-সে কতো কি জানাতো বলে সজল নয়নে।।

পরের কান্না ডেকে আমি আনলাম আপন ঘরে
কাঁদাইলে কাঁদতে হয় বুঝলেম এতো দিনের পরে
রে ভাই মরম বিদরে;
পাগল বিজয়ের প্রাণ ব্যাকুল করে আকুল ক্রন্দনে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!