(তাল – ঠুংরী)
বাঁকা সখা হরি হে, দেখা দিয়ে প্রাণ রাখ।
আমি জঙ্গলে জঙ্গলে, ফিরি কাঙ্গাল পানে চেয়ে দেখ।।
না দেখিলে প্রাণে মরি, বিচ্ছেদ জ্বালা সইতে নারি;
তবে জ্বালা সহিতে পারি; তুমি যদি সুখে থাক।।
তুমি আমার গুণমণি, মন ভুলানো তনুখানি;
তাইতে ওরূপ দিন রজনী, দেখতে চায় মোর মন চাতক।।
ভকত চাতক যত, তব রূপের অনগত;
যে হয় তোমার মনের মত, দিবানিশি তার হৃদয়ে থাক।।
গোলোকচাঁদ সেই রূপ দেখি, পালটীতে নারে আঁখি;
ভক্তের হৃদয় সদায় থাকি, ঘুচালে ভক্তের দুঃখ।।
মহানন্দ হেরে সে রূপ, জন্মের মত দিয়াছে ডুব;
অশ্বিনী দেখলি না সে রূপ, ঘুচল না সংসারের পাক।।