রাধা কৃষ্ণের যুগল মিল সখীগণে নাচে গায়
প্রেমস্রোতে বৃন্দাবন আইজ ভাসিয়া যায়।।
শ্যাম কালা রাই ধলা, গলে শুভ বনমালা
রাইয়ার বেনিয়ে শ্যামের চূড়া চন্দ্র সূর্য দেখা যায়।।
দুই জনায় এক বাঁশি ধরে, মুখে নাই বাক্য স্বরে
চোখে চোখে রূপ নেহারে আনন্দে রজনী যায়।।
রাধাকৃষ্ণের অন্তলীলা, প্রেম আনন্দে ঘর উজালা
দুই অঙ্গে মিলামিশি হরির নামে বাদ্য বায়।।
রাধাকৃষ্ণের প্রেমখেলা, ভক্তগণে করিয়া গেলা
মাইয়া পুরুষ হইয়া খেলা খেলেতে আছে সর্বদায়।।
পাগল ও আরকুম শাহ কইন, শ্যাম ধরিয়াছে রাইয়ের গলে
যে রূপেতে দুধে জলে মিশিলে না চেনা যায়।।