সখী করি কি উপায় কলঙ্কিনী হইলাম ভবে
না পাইলাম শ্যামরায়।
ঘর সংসার সবই ছিল পরবাসী তার দায়
জীবন যৌবন গেল এখন করি কি উপায়।
তার সনে করি সম্বন্ধ গোকুলের লোক বলে মন্দ
ভাইবন্ধু সবই পর এখন আমার কেউ নয়।
ভাবিয়া রাধারমণ বলে ঠেকিলাম উল্টা কলে
সব খুয়াইলাম প্ৰেম চালে তবু না পাইলাম তায়।।