সখী কি করি উপায় যার লাগি বৈরাগী হইলাম
তারে পাই কোথায়?
মাইবাপ ছাড়িলাম ছাড়লাম সোদর ভাই
তবু না তারে পাই।
তার কারণে জীবন যৌবন সকল খুয়াই
সর্ব অঙ্গে লইছি। দাগ কলঙ্কে লাগাই।
কলঙ্কিনী হইয়া আমি নগরে বেড়াই
প্রেমের অনলে পুড়ি যৌবন হইল ছাই।
ভাবিয়া রাধারমণ বলে বল গো ধনি রাই
সোনাচান্দ প্ৰাণবন্ধু কোথায় গেলে পাই।