(তাল-একতাফ)
সখী নিল না রাখিল আমায় এসুখ সংসারে।
আমি সহিতে না পারি, ওহে সহচরী,
উপায় কি বল আমারে।।
১। হরি হরন করে নিল মোর প্রাণ, রাখালনা মোর একুলমান,
সে বিনে বাঁচেনা পরাণ, ও গো ও প্রাণ সজনী।
ওসে অনাথিনী বলিয়ে, আমায় গেল ফেলিয়ে,
আমি তারে ধরি কেমন করে।।
২। আমার মনের আগুন জ্বলে সদায়, কোথ যেয়ে এ প্রাণ জুড়াই,
বন পোড়া হরিণের মত, আমি ঘুরিয়ে বেড়াই।
আমি কার কাছে যাব মন কথা কব,
আমার অন্তরের দুঃখ রয় অন্তরে।।
৩। সখী মোর অন্তরে নাই কোন সুখ, দুঃখে আমার ফেটে যায় বুক
কবে আমি দেখব তার মুখ, কবে যুড়াব জীবন।
আমি তার কাছে যাব, এদেশে না রব,
আমার মন প্রাণ দিয়াছি তারে।।
৪। আমি ঐ দুঃখেতে হয়ে দুঃখি, আকুল হৃদয়ে ডাকি,
হরি আমায় কর সুখী, আমার অন্য আশা নাই।
দীনা বলে মন বাসনা, পূর্ণ কেন হলনা,
হরি নিদয় কেনে হইলা মোরে।।
………………………………
রাগিনী -শানিরা