সখী বল কি উপায় প্ৰাণ প্রিয়ে বিনে হিয়া ধরনে না যায়।।
কামশেল হানিয়া বুকে লুকি দিয়া যায়
ব্ৰজাঙ্গনা সব সখী কন্দে উভরায়।
নিষ্ঠুর হইয়া প্রিয়—দূরদেশে যায়–
ব্ৰজপুরের সব সখী করে হায় হায়।
হায় হায় করিয়া তারা পিছে পিছে যায়
বড়ই কঠিন শ্যাম ফিরিয়া না চায়।
ভাইবে রাধা রমণ বলে পাইবা শ্যামরায়
ভক্তি দিয়া পড়ো গিয়া শ্ৰীগুরুর রাঙ্গা পায়।