সখী রাত্র হইল ভোর
আইনা না মোর প্রাণ প্রিয়া নিদয়া-নিষ্ঠুর।।
ঘুরে ঘুরে পরে পরে পদ করিলাম খুর
পন্থপানে চাইতে চাইতে আবি কইলাম ঘোর
এক সখীর হন্তে ধরি আর সখী বলে
ঘোর অন্ধকার রাত্রি পদ নাহি চলে।
গাথিয়া মালতীর মালা আহ্বাদে প্ৰতুল
আইল না প্ৰাণবন্ধু নিদয়া নিষ্ঠুর।
সর চিনি মাখন ছানা আতর মধুর
কার লাগি আনিলাম করিয়া প্রচুর।
কার লাগি আনিলাম সই গো অইয়া ঘরের চোর
ভাইবে রাধারমণ বলে বন্ধু রৈছেন ব্ৰজপুর।।