সত্য মানুষ বলবে তারে
ঘর ফেলিয়া দূরে গিয়া ঘুরে আবার আসতে পারে।।
দমের ঘরে চাবি দিয়া হেস্তিকে নেস্তি করিয়া
ফানা হালে চলে গিয়া বরজক শহরে,
নিজের মুরত সামনে ভাসাও শ্রীকলা নগরে-
হুস রাখিয়া কথা কইলে উত্তর পাইবে তোর ভিতরে।।
উপর তলায় মানুষ থাকে ত্রীবেনীর উজান বাঁকে
দম সামর্থ্যে ছবি আঁখে হৃদয় পিঞ্জরে,
সেই ছবিকে সামনে নিয়া যদি থাক পড়ে-
ডাক দিলে সে সামনে আসবে চাও যতদিন ভক্তি ভরে।।
যেরূপ ভাসে দর্পণেতে সেই রূপ সকল হৃদয়েতে
জাগ্রত হয় কুম্ভুকেতে দম আটকাইলে পরে,
সেই রূপের সাধনা করলে যাবে অমর পুরে-
জালালে কয় পাইতে হলে মুঠোর কিছু পাবে না।।