সত্য মিথ্যা বুঝে ওঠা বড়ো দায়,
আমার পথ আমি সত্য কই
তোমার মতে দেয় না সায়।।
কেহ মানে অদ্বৈতবাদ
কেহ বা মানে দ্বৈতবাদ
শূন্যবাদ আর জড়বাদ এই বাদে বিবাদ বাধায়
পরস্পর চলে বিরুদ্ধে বিজয়ীবীর তর্কযুদ্ধে
সত্য আছে কোনটার মধ্যে
জানবার কি আছে উপায়।।
কেউ মানে জন্মান্তরবাদ
কেউ করে তার ঘোরপ্রতিবাদ
মতবাদে বাদ বিষমবাদ কতো অঘটন ঘটায়;
কারো গতি পূব দিকে কারো লক্ষ্য পশ্চিম দিকে
দিকের নির্ণয় হয় কি দেখে
বুঝতে না রি মীমাংসা।।
যিনি বিভূ বিশ্বপতি
তার সাথে কেউ করে দোস্তি পুত্র কয় কোন দম্পতি
তার সাথে কেউ করে দস্তি পিতা পুত্র কেহ কয়;
কেউ মানে অনন্ত স্বর্গ কেউ বলে ও উপসর্গ
ধর্ম অর্থ চতূবর্গ
তার দিকে ফিরে না চায়।।
পাগল বিজয় বলে, সোজাসুজি
কাজ কি অতো বোঝাবুঝি
নানা পথে খোঁজা খুঁজি মন বসে না সাধনায়;
সে আছে তাই আমি আছি বাঁচায় বলে আমি বাঁচি
তাহারি করুণা যাচি
সৃষ্টি স্থিতি যার ইচ্ছায়।।